কালের স্বাক্ষী বহনকারী একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০৫নং ছয়ানী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ছয়ানী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
০১) নাম – ৫নং ছয়ানী ইউনিয়ন পরিষদ।
০২) আয়তন – ০৯ বর্গ মাইল
০৩) লোকসংখ্যা – ৫৮৫৭০ জন প্রায় (২০১৩ সালের আদম শুমারি অনুযায়ী)
০৪) গ্রামের সংখ্যা – ৩৩ টি।
০৫) ওয়ার্ড সংখ্যা - ০৯টি
০৬) মৌজার সংখ্যা – ৩৪টি।
০৭) হাট/বাজার সংখ্যা ১ টি।
০৮) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
০৯) উপজেলা থেকে ১২ মাইল
১০) শিক্ষার হার – ৬০%। (২০১৪ এর শিক্ষা জরীপ অনুযায়ী
১১) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- ১৭টি
১২) ইউপিতে অবস্থিত অফিস- ০৫টি
১৩) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ৩টি
১৪) কিন্ডার গ্রাডেন- ০৮টি
১৫) ইউপিতে মসজিদ সংখ্যা- ৫৮টি
১৬) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব হাজী মোহাম্মদ মহি উদ্দিন।
১৭) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪টি।
১৭) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
১৯) ইউপি নতুন ভবন স্থাপন কাল – ০৫/০১/২০১০ইং।
২০) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১৬ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০২১ইং
২১) গ্রাম সমূহের নাম –
ওয়ার্ড- ০১ এর গ্রাম- রামেশ্বর পুর কামাল পুর আবদুল্লাপুর ছোট শরীবনারায়ন পুর তাহের পুর কন্দ্রভ পুর
ওয়ার্ড- ০২ এর গ্রাম- বড় শীব নারায়ন পুর গংবর দেবী পুর ভূপতি পুর দোয়ালিয়া ২য় খন্ড
ওয়ার্ড ০৩ এর গ্রাম- ভবানী জীবন পুর উত্তর নয়ান পুর আমিরপুর
ওয়ার্ড- ০৪ এর গ্রাম- দক্ষিন নয়ান পুর দূল্লভ পুর নিত্যানদ্র পুর বড় মেহেদী পুর
ওয়ার্ড- ০৫ এর গ্রাম- খালিশ পুর রতিরাম পুর
ওয়ার্ড - ০৬ এর গ্রাম - তালিব পুর খোয়াজ পুর কালিকা পুর দক্ষিন দোয়ালিয়া
ওয়ার্ড-০৭ এর গ্রাম- লক্ষন পুর ছোট শরিফ পুর
ওয়ার্ড-০৮ এর গ্রাম- দোয়ালিয়া তৈয়ব পুর সাদারী
ওয়ার্ড ০৯ এর গ্রাম- জাহানাবাদ জাহেদ পুর জঙ্গীমনরাজ পুর রফিক পুর
২২) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৪) দপাদার - ০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস